NASA: নয়া উদ্যোগ! দূষণ রোধে পথে নামল নাসা

বায়ুদূষণ রোধে এবার পথে নামল নাসা। শুক্রবার ফ্লোরিডা থেকে নাসার একটি ফ্যালকন ৯ রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ হয়েছে । নাসার এই মহাকাশযানটি বায়ু দূষণের পরিমাপকে ট্র্যাক করতে সাহায্য করবে।

author-image
New Update
NASA

NASA's new spacecraft to track pollution

নিজস্ব সংবাদদাতা:  বায়ুদূষণ রোধে এবার পথে নামল নাসা (NASA)।  শুক্রবার ফ্লোরিডা থেকে নাসার একটি ফ্যালকন ৯ রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ হয়েছে । নাসার এই মহাকাশযানটি  বায়ু দূষণের (Pollution)  পরিমাপকে ট্র্যাক করতে সাহায্য করবে। মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা, ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এবং বায়ুমণ্ডলীয় দূষণ মোকাবিলার সংস্থারা দূষণের  তথ্য নাসার কাছ  থেকে সংগ্রহ করবে।