BIG BREAKING: পাল্টে গেল পুরনো সংসদ ভবনের নাম!

পুরনো সংসদ ভবনের ইতি হল আজ। আজ থেকে নতুন পথচলা শুরু করবে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। তবে তার আগে পুরনো সংসদ ভবন নিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নিজে।

Breaking News

নিজস্ব সংবাদদাতা: আজ থেকে নতুন সংসদ ভবন 'পার্লামেন্ট অফ ইন্ডিয়া'তে নতুন পথচলা শুরু। পুরনো সংসদ ভবনে নিজের শেষ বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে মনে করিয়ে দিলেন যে এই সেন্ট্রাল হলকে ভুলে গেলে চলবে না। পুরনো সংসদ ভবনের ঐতিহ্যকে স্মরণ করে এর নতুন নাম দেওয়া হল 'সংবিধান সদন'।

rectify impact.jpg