নবজোয়ার যাত্রা : এবার পূর্ব বর্ধমানে! একনজরে অভিষেকের কর্মসূচি

সামনেই পঞ্চায়েত নির্বাচন। বিরোধীদের এক চুল জমিও ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই জনসংযোগের ওপর দেওয়া হচ্ছে জোর। ২ মাস চলবে নবজোয়ার যাত্রা।

author-image
Pallabi Sanyal
New Update
abhishek nanur

নবজোয়ার যাত্রার মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের নবজোয়ার যাত্রার ১৮ দিন। বীরভূমের পর শুক্রবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবজোয়ার যাত্রা প্রবেশ করবে পূর্ব বর্ধমানে। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তার। কেতুগ্রামে রয়েছে জনসভা। কুর্চি মোড়ে রোড শো। এছাড়াও রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনকরে পুজো দেবেন তিনি। পরিদর্শন করবেন কাশীরামদাসের জন্মভিটেও। এরপর রাতে শ্রীরামপুর ইউনাইটেড স্কুল প্রাঙ্গণে তৃণমূল কর্মীদের নিয়ে হবে বৈঠক। 

সামনেই পঞ্চায়েত নির্বাচন। বিরোধীদের এক চুল জমিও ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই জনসংযোগের ওপর দেওয়া হচ্ছে জোর। ২ মাস চলবে নবজোয়ার যাত্রা। কোচবিহার থেকে যাত্রা শুরু হয়েছিল। শেষ হবে কাকদ্বীপে। মাঝে মাঝেই ঘটছে বিশৃঙ্খলা।  ঘটছে পালাবদলও।  পূর্ব বর্ধমানে নবজোয়ার যাত্রা কোন রূপ ধারন করে সেটাই এখন দেখার।