নন্দীগ্রামে নবজোয়ার! ফের ঘটবে কি পালাবদল?

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কী ঘটবে পালাবদল? নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শুরুর আগে উঠছে এমনই প্রশ্ন।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাজ্য রাজনীতিতে পালাবদলের এক কেন্দ্র হল নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের এই বিধানসভা এলাকায় জয়ী হয়ে ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। ঠিক তার ১০ বছর পরে অর্থাৎ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় ফের পালাবদলের সাক্ষী থাকে নন্দীগ্রাম। বর্তমানে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তৃণমূল থেকে তার বিজেপিতে যোগদানের পরই  বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য  শাসক-বিরোধী উভয়েরই নজরে ছিল  হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। ভোট প্রচারে গিয়ে নন্দীগ্রামেই  পা ভেঙেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই নন্দীগ্রামেই জয় ঘোষণার পরেও পরাজিত হন তিনি। জিতে যান বিজেপির শুভেন্দু। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের কী ঘটবে পালাবদল? অভিষেকের সফরসূচির আগে উঠছে এমনই প্রশ্ন। বৃহস্পতিবার শুভেন্দুর এলাকায় দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এমনকি পদযাত্রাও করবেন তিনি। পাশাপাশি নন্দীগ্রামের শহীদ পরিবারদের সঙ্গে দেখা করবেন এবং রাতে নন্দীগ্রাম সীতানন্দ কলেজ মাঠে রাত্রি যাপন করবেন। নবজোয়ার যাত্রায় অভিষেক রোড শো করলেও  প্রথমবার  ২০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাও আবার শুভেন্দুর বিধানসভা এলাকায়। ইতিমধ্যই টানটান উত্তেজনা তৈরি হয়েছে অভিষেকের কর্মসূচিকে কেন্দ্র করে। নন্দীগ্রামে নতুন কী হেডলাইন তৈরি হয় আজ, সেটাই এখন দেখার।