মর্মান্তিক! রাজ্যে পদদলিত হয়ে মৃত্যু! আবেগপ্রবণ টুইট অগ্নিমিত্রার

উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন ১১৬ জন এবং আহত হয়েছে ১৮ জন। এই বিষয় নিয়ে টুইট করে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

author-image
Probha Rani Das
New Update
agnimitraaw1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন ১১৬ জন এবং আহত হয়েছে১৮ জন। এই বিষয় নিয়ে টুইট করে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

agnimitraaw2.jpg

তিনি বলেছেন, “উত্তরপ্রদেশের হাথরাসে মর্মান্তিক পদপিষ্ট হয়ে প্রাণ হারানো পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা। পরিবারগুলি যে শোকের বোঝা বহন করে তা অপরিসীমএবং এই বেদনাদায়ক সময়ে আমার চিন্তাভাবনা তাদের সাথে রয়েছে। সহকর্মী মানুষ হিসাবে, আমরা তাদের দুঃখের অংশীদার হই এবং ঐক্যবদ্ধ থাকি।

আমাদের শ্রদ্ধেয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীসহ আমাদের সরকারের কাছ থেকে দ্রুত সাড়া পেয়ে আমি উৎসাহিত হয়েছিমৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। ওম শান্তি।” 

Adddd