/anm-bengali/media/media_files/6JbSdNPMEe40uxPJ2to6.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ের চেম্বুরের স্বস্তিক চেম্বারে ভয়াবহ আগুন লেগেছে। যার ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন। আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। আগুন লাগার ঘটনায় বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে দমকল বাহিনীর তরফে জানা যাচ্ছে।
#WATCH | Mumbai: Fire broke out in Chembur's Swastik Chamber. Four fire engines were sent to the spot and the fire was doused. No casualty was reported. pic.twitter.com/q7WUNbHh2Y
— ANI (@ANI) May 24, 2023