স্বপ্নদীপকাণ্ড: ৯ জন গ্রেফতার, জড়িয়ে আরো ৭-৮জন! মাস্টারমাইন্ড কে?

নদিয়া থেকে চোখে বড় হওয়ার স্বপ্ন নিয়ে যাদবপুরে ভর্তি হওয়া প্রথম বর্ষের বাংলা বিভাগের স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুকে ঘিরে তদন্ত এখনও শেষ হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে আরো কয়েকজনের নাম পেল পুলিশ।

author-image
Anusmita Bhattacharya
New Update
swapnadeep

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ৯ আগস্ট পরিচয় পর্বের নামে কীভাবে হেনস্থা করা হয়েছে নদিয়া থেকে পড়তে আসা স্বপ্নদীপ কুণ্ডুকে? উত্তর খুঁজতে মরিয়া পুলিশ। এই মাসে জানা গেল যে প্রথম বর্ষের ওই ছাত্রের মৃত্যুতে জড়িত রয়েছে আরও ৭ থেকে ৮ জন। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে তারা, এমনটাই জানা গেছে। হোস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও তারা জড়িত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে আরো ৭-৮ জনের নাম পেয়েছে পুলিশ। একের পর এক ছাত্রের নাম উঠে আসায় এবার প্রশ্ন উঠছে যে আসল মাস্টারমাইন্ড কে?