New Update
/anm-bengali/media/media_files/R3DnBznDGfQBSHXPjmeh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চায় মলদোভা। রাশিয়ার হুমকি থেকে সুরক্ষা পেতে আগামী কয়েক মাসের মধ্যে আলোচনা শুরু করতে চলেছে মলদোভা। বৃহস্পতিবার একথা জানালেন মলদোভার রাষ্ট্রপতি মায়া সান্ডু। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেশী রোমানিয়া ও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মধ্যবর্তী ২৬ লাখ জনসংখ্যার এই ছোট্ট দেশটি আগামী ১ লা জুন বৃহত্তর ইউরোপের প্রথম বড় শীর্ষ সম্মেলন আয়োজন করবে বলে জানা গেছে। উল্লেখ্য, রাশিয়ার হাত থেকে মুক্তি পেতে তৈরী হচ্ছে মলদোভার প্রশাসন।
#BREAKING Moldova wants to join EU 'as soon as possible' given Russia threat: president pic.twitter.com/WPn3JJQTmQ
— AFP News Agency (@AFP) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us