“আঘাত করলে ছেড়ে কথা বলবে না ভারত” — পাকিস্তানকে মোদীর স্পষ্ট বার্তা

মার্কিন গোপন তথ্যের ভিত্তিতে পাকিস্তানকে হুঁশিয়ার করলেন মোদী। জানালেন, ভারত আঘাত সহ্য করবে না, পাল্টা জবাব হবে আরও কঠোর।

author-image
Debapriya Sarkar
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : নরেন্দ্র মোদী সম্প্রতি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা ভারতকে আক্রমণ করে, তবে পাকিস্তানকে চরম জবাব দেওয়া হবে। এই বার্তা তিনি রবিবার মার্কিন উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের সঙ্গে ফোনালাপে জানিয়েছেন।

Modi

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান সম্পর্কে উদ্বেগজনক গোপন তথ্য আসার পর ভ্যান্স মোদীর সঙ্গে কথা বলেন। মোদী বলেন, পাকিস্তান হামলা করলে ভারত আরও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। আলোচনায় কোনও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা বিদেশমন্ত্রীর উপস্থিতি ছিল না, তবে সেনাবাহিনীর ডিজিএমও স্তরে আলোচনা হয়েছে। পাকিস্তান NSA স্তরে আলোচনা চাইলেও ভারত বলেছে, আলোচনা শুধুমাত্র পিওকে পুনরুদ্ধার, জঙ্গি হস্তান্তর এবং বেআইনি দখল নিয়ে হতে পারে।

indian missile strike

ওয়াশিংটন পরিস্থিতি নিয়ে দ্রুত পদক্ষেপ নিলেও, মোদী জানিয়েছেন ভারত আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে আছে।