নতুন সংসদ ভবনে মোদী উদ্দীপিত 'নেহেরু' মন্ত্রে

নতুন সংসদ ভবনে প্রথম বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি তুললেন জহরলাল নেহেরুর প্রসঙ্গ। কিন্তু কেন? রইল সেই বিশেষ আপডেট।

breaking.webp

নিজস্ব সংবাদদাতা: নতুন সংসদ ভবনেও মোদীর মুখে নেহেরুর নাম। 'সেঙ্গল' নেহেরুর হাতে প্রভাবিত তা এখন আমাদের প্রেরণা দেবে, বললেন মোদী। দাবি করলেন যে আধুনিক ভারতের প্রতীক নতুন সংসদ ভবন। সোনার রাজদণ্ড সেঙ্গল থাকবে স্পিকারের আসনের কাছে।