New Update
/anm-bengali/media/media_files/iGih8sgqlZyOGwpbOWdh.jpeg)
নিজস্ব সংবাদদাতা
এবার শাসকদল বিজেপি এবার রিমিক্স বের করেছে ভোট প্রচারে। অস্কার বিজয়ী নাটু নাটু গানকে একটু রদবদল করে ভোটের ময়দানে হাজির করা হয়েছে। তেলেগু ফিল্ম আরআরআর থেকে নেওয়া সেই গানই এখন লিরিক্স বদলে বিজেপির ভোট প্রচারের হাতিয়ার। কর্নাটকের হেল্থ মিনিস্টার কে সুধাকর এই ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের ডবল ইঞ্জিন সরকার হবে কর্নাটকে। তিনি উন্নয়নের উৎসব এনেছেন কর্নাটকে। দেখুন সেই দুর্দান্ত গান।
আরও পড়ুন: নাট্যকর্মীকে মারধর! ফেঁসে গেল তৃণমূল
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us