“ভুয়ো আধার কার্ড দিয়ে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দিচ্ছে রাজ্য সরকার”—অগ্নিমিত্রা পলের অভিযোগ
অজিত পাওয়ারের পুত্রের সংস্থার সঙ্গে জড়িত কোটি টাকার জমি লেনদেন মামলায় স্থগিত সাব-রেজিস্ট্রার
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, অনুষ্ঠিত মার্কিন–ভারত সামরিক বৈঠক
আদিত্য ঠাকরের অভিযোগ: “নির্বাচন কমিশন ঘুমিয়ে আছে, বিজেপি আচরণবিধি মানছে না”
উত্তর কলকাতায় বিজেপির বিক্ষোভ, তৃণমূলের হামলার অভিযোগে কমিশনে অভিযোগপত্র জমা
৩১তম KIFF-এ বিশেষ আকর্ষণ, আঞ্চলিক ভাষার চলচ্চিত্র প্রদর্শন
ট্রেনে সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডে ক্ষোভ, রেল বোর্ডকে নোটিশ পাঠাল এনএইচআরসি
খোদ বিএলও 'ভুতুড়ে ভোটার'? ভোটার লিস্টে দুইবার নাম, রয়েছে দুটো এপিক নম্বরও
বাংলা বাঁচাও যাত্রা- ঘোষণা বামেদের!

সিবিআইকে দেখে অদ্ভুত কান্ড বিধায়কের

জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে এসে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। ১১ ঘণ্টা পর রাত ১১টার পরেও চলছে জিজ্ঞাসাবাদ। পুকুরে ফেলে দিলেন ফোন। তার সন্ধানে নেমেছে সিবিআই।

author-image
New Update
Mla

নিজস্ব সংবাদদাতা: জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে এসে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। ১১ ঘণ্টা পর  রাত ১১টার পরেও  চলছে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে খবর, তারই মধ্যে অদ্ভুত কাণ্ড করে বসেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বিকেলের দিকে অসুস্থতার কথা বলে শৌচালয়ে যাওয়ার নাম করে আচমকাই বাড়ির পিছনের পুকুরে নিজের দু’টি মোবাইল ছুড়ে ফেলে দেন তিনি। এর পর পুকুরের সমস্ত জল ছেঁচে ফেলে মোবাইল দু’টির খোঁজ চালান তাঁরা। গভীর রাত পর্যন্ত যদিও সেই মোবাইল উদ্ধার হয়নি।