/anm-bengali/media/media_files/0ewkc6wPnbZZc3tNW29F.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার হঠাৎ করেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হল। প্রথমে কিরেণ রিজিজু এবং এখন আইন প্রতিমন্ত্রী এসপি সিং বাঘেল (SP Singh Baghel)। এবার তারও মন্ত্রিসভা পরিবর্তন করা হয়েছে। এখন তাকে স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। যেহেতু অর্জুন রাম মেঘওয়ালকে আইন মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) হিসাবে নিযুক্ত করা হয়েছে, তাই দ্বিতীয় প্রতিমন্ত্রীকে এখন সেখান থেকে বদলি করা হয়েছে। অর্জুন রাম মেঘওয়াল বর্তমানে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী। মেঘওয়ালকে তার বিদ্যমান পদের পাশাপাশি আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইন ও বিচার মন্ত্রকের পরিবর্তে এসপি সিং বাঘেলকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।"
Minister of State SP Singh Baghel to be the Minister of State in the Ministry of Health and Family Welfare in place of Minister of State in the Ministry of Law and Justice.
— ANI (@ANI) May 18, 2023
(File photo) pic.twitter.com/osUQrSeh5d
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us