বালি মাফিয়াদের দৌরাত্ম্য! পাথরবাজি, পুলিশ কর্মী আহত

খনি পরিদর্শকদের ওপর ব্যাপক হামলার অভিযোগ উঠল।

author-image
SWETA MITRA
New Update
injure.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার বড় ঘটনা ঘটে গেল বিহারে (Bihar)। আবারও একবার সেখানে মাথাচাড়া দিয়ে উঠল বালি মাফিয়ারা। আজ নওয়াদায় বালি মাফিয়ারা আবারও দুঃসাহস দেখিয়েছে এবং খনি বিভাগের দলের উপর হামলা চালালো বলে অভিযোগ।

 বালি মাফিয়াদের এই হামলায় খনি বিভাগের দুই ইন্সপেক্টর এবং একজন এসএপি কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনা প্রসঙ্গেখনিপরিদর্শকঅনুকুমারবলেন, ‘আজ নওয়াদাজেলায়খনিবিভাগেরএকটিদলকেআক্রমণকরেছে বালি মাফিয়ারা। মাফিয়ারা নদীর ওপার থেকে আমাদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছে, আমরা কোনওভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং কয়েকজন সামান্য আহত হয়েছেন। সেখানে প্রায় ২৫-৩০ জন লোক ছিল।‘