জামাই ষষ্ঠীর সকালে মেট্রো বিভ্রাট!

জামাই ষষ্ঠীর সকালে মেট্রো বিভ্রাট। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত প্রভাবিত পরিষেবা।

author-image
Pallabi Sanyal
25 May 2023
জামাই ষষ্ঠীর সকালে মেট্রো বিভ্রাট!

নিজস্ব সংবাদদাতা : জামাই ষষ্ঠীর সকালে মেট্রো বিভ্রাট। টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত প্রভাবিত পরিষেবা। বেলা বাড়তেই যেভাবে গরমে নাজেহাল হতে হচ্ছে তাতে সকাল সকাল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েও বিপাকে পড়তে হল শহরের অনের মেয়ে জামাইকেই। কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটনায় ব্যস্ত সকালে ওলোট পালোট হয়ে যায় নিত্য যাত্রীদের শিডিউল। গন্তব্যে পৌঁছতে দেরি হলে বেতনে কোপ পড়ার সম্ভাবনা থেকেই যায়। এদিকে এহেন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মেট্রো স্টেশনে। তবে, চলন্ত মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে বহুবার। কোনো কোনো যাত্রীকে উদ্ধার করে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয়েছে তো কোনো যাত্রীর আবার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। কেন বার বার ঘটছে এমন ঘটনা? বেশিরভাগ বিশেষজ্ঞরা বলছেন, মানসিক অবসাদেই এমন কাণ্ড ঘটাচ্ছেন তারা।