New Update
/anm-bengali/media/media_files/0dy9iQU7XygaGiz4GuIb.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আশঙ্কার কালো মেঘ আপাতত কেটে গেল কলম্বোর আকাশ থেকে। বৃষ্টি থেমেছে এবং আপাতত সূর্যের আলো দেখা দিয়েছে। মাঠ থেকে সব কভার তুলে ফেলা হয়েছে। এখন মাঠ পরিদর্শন করছেন আম্পায়াররা। ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ শুরু হতে পারে এবার। ভারতের হাজার হাজার ক্রিকেটপ্রেমীদের মুখে এবার হাসি ফুটতে পারে। বিশেষ করে যাঁরা এখন ভারত থেকে ম্যাচ দেখতে কলম্বোর মাঠে গিয়েছেন তাঁদের জন্য ভালো খবর আসতে পারে এবার।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us