অগ্নিকাণ্ডের জেরে বাস্তুচ্যুত হল বহু মানুষ

ফিলিপাইনের রিজাল প্রদেশে একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ৭জন এবং ২০জন আহত হয়েছে।এই ঘটনার জেরে গৃহহীন হয়ে পড়েছে ৬০টি পরিবার।

author-image
New Update
Philipeens

Massive fire breaks out in Philippines

নিজস্ব সংবাদদাতা: ফিলিপাইনের (Philippines)  রিজাল প্রদেশে একটি আবাসিক এলাকায়  ভয়াবহ অগ্নিকাণ্ড।  এই অগ্নিকাণ্ডের (Fire)  জেরে প্রাণ হারিয়েছেন ৭জন এবং ২০জন আহত হয়েছে।  ফিলিপাইনের তরফে জানানো হয়েছে , রিজাল প্রদেশে ঘনবসতিপূর্ণ এলাকায় এই আগুন লাগায় দ্রুত ছড়িয়ে যায়।  এই ঘটনার জেরে গৃহহীন হয়ে পড়েছে  ৬০টি পরিবার।  ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। অগ্নিকাণ্ডের কারণ খুঁটিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন।