স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র! তারপর...

বৃহস্পতিবার উত্তর প্রদেশের গাজিয়াবাদের বিভিন্ন স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৬০ জন মহিলা সহ ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ জানিয়েছে, বুধবার প্যাসিফিক মলের আটটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ৬০ জন মহিলা ও ৩৯ জন পুরুষকে আটক করা হয়।

author-image
SWETA MITRA
New Update
polic e.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার বড় সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police)। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশেরগাজিয়াবাদেরবিভিন্নস্পাসেন্টারেঅভিযানচালিয়ে৬০জনমহিলাসহ৯৯জনকেগ্রেফতারকরাহয়েছে পুলিশের তরফে।পুলিশজানিয়েছে, বুধবারপ্যাসিফিকমলেরআটটিস্পাসেন্টারেঅভিযানচালিয়ে৬০জনমহিলা৩৯জনপুরুষকেআটককরাহয়। এই বিষয়ে ডিসিপি বিবেক কুমার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, "স্পা সেন্টারের আড়ালে মধু চক্র চালানোর অভিযোগ পেয়েছিল পুলিশ। এদিকে এরপরেই সেখানে তল্লাশি চালিয়ে ৬০ জন মহিলা এবং ৩৯ জন পুরুষকে আটক করা হয়। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি। তিনি আরও বলেন, ‘অনৈতিক পাচার প্রতিরোধ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় সংশ্লিষ্ট স্পা সেন্টারের সকল ব্যবস্থাপক ও মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।‘