SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/U8YjuZH8AM4xjaBP41qZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ঠিক যেন এগরার খাদিকুল গ্রামের পুনরাবৃত্তি। গতকাল রবিবার রাতে বজবজে (Budge Budge) এক বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজ সোমবার সকাল থেকেই বজবজে ব্যাপক ধরপাকড় চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার কেজি বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এগরার মতোই এই বিস্ফোরণেও বহু মানুষের প্রাণ গিয়েছে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে বজবজ এলাকায়। এহেন বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত সেখানকার মানুষজন। জানা গিয়েছে, এখনও অবধি এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
Fire broke out at a fire crackers factory in South 24 Parganas’s Budge-Budge area left two dead . pic.twitter.com/ZjQVal152z
— Syeda Shabana (@ShabanaANI2) May 21, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us