New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম দিল্লির বক্করওয়ালা এলাকায় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ৪০ বছরের জগবিন্দর সিংহানিয়া নামের ওই ব্যক্তি একটি বাইকে করে যাওয়ার সময় এক গাড়ির সঙ্গে হালকা ধাক্কা লাগে। সেই ধাক্কার ফলে তাঁর সঙ্গে থাকা মদের বোতলগুলি ভেঙে যায়। এরপরই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা, যা গিয়ে পৌঁছয় মারামারিতে।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
পুলিশ জানিয়েছে, এই বিবাদের জেরে তাঁকে খুন করা হয়েছে বলে সন্দেহ। জগবিন্দরের মৃতদেহ ২৭ এপ্রিল বক্করওয়ালা এলাকার একটি ড্রেনে উদ্ধার করা হয়। দেহটি এতটাই পচে গিয়েছিল যে প্রথমে তাঁর পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই খুনে জড়িত, তা জানার চেষ্টা চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us