মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস, তড়িঘড়ি দিল্লি ছুটলেন নেতারা

মণিপুরে চলমান উত্তেজনার মধ্যেই গত ১৬ মে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতারা। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর হিংসা ছড়িয়ে পড়ে। রাজ্যের একাধিক জেলায় অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।

author-image
SWETA MITRA
New Update
congress.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের (Manipur) বর্তমান পরিস্থিতি নিয়ে এবার রাজ্যের কংগ্রেস নেতারা আজ মঙ্গলবার মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) সঙ্গে দেখা করলেন। জানা গিয়েছে, এদিন কংগ্রেস (Congress) নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং দলের নেতাদের সঙ্গে দিল্লিতে দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাথে দেখা করেছেন। সেইসঙ্গে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে মল্লিকার্জুন খাড়গেকে অবহিত করেছেন। সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে মণিপুরে পর্যবেক্ষকদের একটি দল পাঠাবে কংগ্রেস (Congress)।