BREAKING: নিয়োগ স্ক্যামে এবার মানিক ভট্টাচার্যর ছেলে!

নিয়োগ দুর্নীতি মামলায় এবার উঠে এল এক নতুন তথ্য। নাম জড়াল গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক ভট্টাচার্যর। কিন্তু কীভাবে? জানুন সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: একটি ক্লাব থেকে টাকার লেনদেন করতেন মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য, আদালতে জানাল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে দাবি করেছে সেটা অযৌক্তিক, জানালেন সৌভিক। সোমবার আদালতে হলফনামা দিয়ে জানাবেন সৌভিক ভট্টাচার্য। কত জায়গায় খাটানো হয়েছে দুর্নীতির টাকা? তাহলে কি ক্লাব মারফত করা হয়েছে চাকরি বিক্রির টাকা লেনদেন? ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

rectify impact.jpg