সাবধান ! রাজ্যে পর পর ৪ রাউন্ড চলল গুলি

লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় চলল ৪ রাউন্ড গুলি । এই ঘটনার জেরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

author-image
Srijita
25 May 2023
সাবধান ! রাজ্যে পর পর ৪ রাউন্ড চলল  গুলি

নিজস্ব সংবাদদাতা: দেশে লাগাতার বেড়ে চলেছে গুলি করে হত্যার ঘটনা।  বৃহস্পতিবার দেশে ফের এই ঘটনা ঘটে।  জানা গেছে ,  লখনউয়ের হজরতগঞ্জ এলাকায়  এই ভয়াবহ ঘটনাটি ঘটে।   পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের লখনউ জেলার হজরতগঞ্জে বেশ কয়েকজন দুষ্কৃতীরা একটি যুবককে লক্ষ্য করে  চার রাউন্ড গুলি চালায়।  এই ঘটনায় ১জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ২ জন।  আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে কারা এই হামলা চালালো তা এখনও পর্যন্ত জানা যায়নি।  এই ভয়াবহ ঘটনার জেরে পুলিশ তদন্ত শুরু করেছে।  প্রশাসনের তরফ থেকে হজরতগঞ্জ এলাকায় জারি হয়েছে সতর্কতা।  উল্লেখ্য , এই নিয়ে একই সপ্তাহে দ্বিতীয়বার দেশে এই গুলি করে হত্যার ঘটনা ঘটে ।