চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর বড় সুযোগ! বিস্ফোরক মমতা

২০২৪ সালের আগে বিজেপিকে হারানোর বড় কৌশল বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা। পাশে দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী বসে রয়েছেন।

author-image
Anusmita Bhattacharya
23 May 2023
চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর বড় সুযোগ! বিস্ফোরক মমতা

নিজস্ব সংবাদদাতা: নবান্নে কেজরিওয়াল-মমতা-মান বৈঠক। নজরে ২০২৪-এর আগে বিরোধী ঐক্য। নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এরপর সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করলেন মমতা। দাবি করলেন, 'মণিপুর এখনও অশান্ত, বিজেপির নেতা যায় না। কেন্দ্রের সরকার গণতন্ত্রকে বুলডোজার করছে। চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর বড় সুযোগ। বিজেপি সব এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে। কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতা করব। কেন্দ্র রাজ্যপালকে নিয়ে শাসন করতে চায় একমাত্র সুপ্রিম কোর্ট দেশকে বাঁচাতে পারে'।