/anm-bengali/media/media_files/BsVsSejQMXV1CayMtFZR.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়-সৌগত রায়
নিজস্ব সংবাদদাতা : পত্নী-বিয়োগ ঘটেছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের। দুঃসময়ে সাংসদ ও তার পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে শোক প্রকাশ করেছেন তিনি। ট্যুইট বার্তায় লিখেছেন, 'শ্রীমতী ডলি রায়ের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে সৌগত রায় ও তার পরিবারের জন্য রইলো প্রার্থনা ও সমবেদনা।' ডলি রায়ের উপস্থিতি মিস করবেন বলেও ট্যুইট বার্তায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে সৌগত রায়ের স্ত্রী ডলি রায়ের। দীর্ঘদিন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
I am deeply saddened by the sudden demise of Smt. Dolly Roy.
— Mamata Banerjee (@MamataOfficial) April 21, 2023
My thoughts and prayers are with Shri @SaugataRoyMP and the bereaved family during this difficult time.
A woman of great achievements, her warm presence among us will be dearly missed.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us