New Update
/anm-bengali/media/media_files/8SGFnbpDMIsjUUryC137.png)
নিজস্ব সংবাদদাতা: ভোটের আগে জোটের (Alliance) বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুর্শিদাবাদের (Murshidabad) মঞ্চ থেকে আগামী ভোটের আগে সব বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিলেন মমতা। বিজেপির (BJP) বিরুদ্ধে সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হতে বললেন তিনি। বলেন, "একসঙ্গে কাজ করার চেষ্টা করুন, আমার আপত্তি নেই। যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করুক। একের বিরুদ্ধে এক প্রার্থী দিন"। ২ মার্চ সাগরদিঘিতে হারের পর একলা চলার বার্তা দিয়েছিলেন মমতা। ঠিক ২ মাস পর একজোট হওয়ার বার্তা দিলেন তিনি।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us