New Update
/anm-bengali/media/media_files/Ea0PMfAoheev0H7hWWOA.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : আজ পবিত্র রথযাত্রা। কলকাতার রথযাত্রা বলতেই মাথায় আসে ইসকনের রথযাত্রার কথা। কলকাতায় ইসকনের রথযাত্রা উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার আরতি করার পর রথের দড়িতে টান দিলেন মুখ্যমন্ত্রী মমতা। মিন্টো পার্ক থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত হবে রথযাত্রা। রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, শ্রেয়া পাণ্ডে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
#WATCH | West Bengal CM Mamata Banerjee takes part in #RathYatra in Kolkata and performs 'Pahind Vidhi' on the occasion. pic.twitter.com/vhECfQ2100
— ANI (@ANI) June 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us