BREAKING: এক পয়সাও দেয়নি মোদী সরকার! মঞ্চে রেগে গেলেন মমতা

রাজ্য যে বঞ্চিত এবার সেটা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজবাজার থেকে কেন্দ্রকে আক্রমণ করলেন তিনি এই নিয়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatabjp

নিজস্ব সংবাদদাতা: রেশন (Ration) নিয়ে কিছু কিছু জায়গায় কেন্দ্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। মালদার ইংরেজবাজার থেকে কেন্দ্রকে (Central Govt) কটাক্ষ করলেন তিনি। '১০০ দিনের কাজে পরপর ৫ বার প্রথম হয়েছি, পুরষ্কার শূন্য। প্রধানমন্ত্রীর (Prime Minister) কাছে ১০০ দিনের কাজের টাকা চেয়ে বারবার গেছি। ১০০ দিনের কাজের টাকার এক পয়সাও দেয়নি', অভিযোগ তুললেন মমতা। পাল্টা দাবি করলেন যে দিল্লি কিছু না দেওয়া সত্ত্বেও ৪০ লক্ষ মানুষকে চাকরি দিয়েছে মমতার সরকার (Mamata Govt)। 

ad.jpg