New Update
/anm-bengali/media/media_files/V4dkDJtMN6SCpbKnXRZ8.png)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে লাগাতার ঝড়-বৃষ্টি (Rain) হয়ে চলেছে। এই পরিমাণ আরও বাড়তে পারে কারণ পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha)। ফলে আগেভাগেই সব ধরণের সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার (State Govt)। প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সতর্কতা জারি করলেন। তিনি বললেন বারবার বিদ্যুৎ বিপর্যয় (Loadshedding) ঘটতে পারে এই সময়ে। এর জন্য কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিলেন তিনি। কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগ (Electricity) ফেরাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us