৬.৫ কোটি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার বার্তা কংগ্রেসের

সকল জল্পনার অবসান ঘটিয়ে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে কংগ্রেস (Congress)। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া এবং রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন ডি কে শিবকুমার (DK Shivkumar)। 

author-image
SWETA MITRA
New Update
kharge shiv.jpg


নিজস্ব সংবাদদাতাঃ ডি শিবকুমার ও সিদ্দারামাইয়াকে পাশে নিয়ে বিশেষ বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এক টুইট বার্তায় মল্লিকার্জুন খাড়গে টুইট করেন, 'টিম কংগ্রেস কর্ণাটকের জনগণের জন্য অগ্রগতি, কল্যাণ এবং সামাজিক ন্যায়বিচার আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৬.৫ কোটি কান্নাডিগাদের দেওয়া ৫টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।'  উল্লেখ্য, সকল জল্পনার অবসান ঘটিয়ে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে কংগ্রেস (Congress)। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া এবং রাজ্যের উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন ডি কে শিবকুমার (DK Shivkumar)।