নিয়োগ দুর্নীতি : কালীঘাটের কাকু! অবাক করা তথ্য

নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্য়কর তথ্য। ধৃত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীলের সম্পত্তির পর ইডির নজরে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের সম্পত্তি।

author-image
Pallabi Sanyal
New Update
ed.jpg

নিজস্ব সংবাদদাতা  : নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্য়কর তথ্য। ধৃত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীলের সম্পত্তির পর ইডির নজরে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্রের সম্পত্তি। শনিবার দিনভর তল্লাশি চালিয়ে মোট ২০ টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে কালীঘাটের কাকুর। এর মধ্যে ১৬ জায়গায় তল্লাশি চালিয়ে মিলেছে দেড় হাজার পাতার নথি। এছাড়াও ৩টি কোম্পানির হদিশ মিলেছে যার সঙ্গে কোনো না কোনো ভাবে যোগ রয়েছে সুজয়কৃষ্ণের। কোম্পানি গুলির মাধ্যমে দুর্নীতির টাকা সাদা করা  হচ্ছে বলে  মন করছেন তদন্তকারীরা। শুনলে আর অবাক হতে হয় যে, শনিবারের ম্যারাথন তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১১ টি ফোন। উদ্ধার হয়েছে   প্রচুর সংখ্যক হার্ডডিস্ক, পেনড্রাইভ। এসবের মধ্যেই দুর্নীতির রহস্য বন্দি বলে মনে করা হচ্ছে। রহস্য ভেদের অপেক্ষা এখন।