শপথ নিলেন তিনজন মন্ত্রী

সোমবার ওড়িশার ভুবনেশ্বরের লোকসেবা ভবনের কনভেনশন সেন্টারে সকাল ৯টা ৫০ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এদিন তিনজনকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল গণেশি লাল।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ওড়িশা (Odisha)মন্ত্রিসভায়রদবদল ঘটল| জানা গিয়েছে, এদিনবিক্রমকেশরীআরুখা, সুদামমার্ন্ডিএবংসারদাপ্রসাদনায়েকরাজ্যমন্ত্রিসভায়মন্ত্রীহিসাবেশপথনিয়েছেন।

odis.jpg

এদিন ওড়িশারভুবনেশ্বরের লোকসেবা ভবনের কনভেনশন সেন্টারে সকাল ৯টা ৫০ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এদিন তিনজনকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল গণেশি লাল।