New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : দিল্লির দ্বারকার খারখরি ক্যানাল গ্রামে ভয়াবহ দুর্ঘটনা। আজ সকালবেলা ঝড়ো হাওয়ার কারণে একটি বড় গাছ ভেঙে পড়ে একটি খেতের টিউবওয়েল ঘরের উপর। সেই ঘরের ভিতরে ছিলেন এক মহিলা ও তাঁর তিন ছোট সন্তান। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃত মহিলার নাম জ্যোতি, বয়স ২৬ বছর। তাঁর স্বামী অজয়ও তখন ঘরের ভিতরেই ছিলেন, তবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
পুলিশ জানিয়েছে, পরিবারটি ওই খেতেই কাজ করতেন ও টিউবওয়েল ঘরে থাকতেন। ঝড়ে হঠাৎ বড় গাছটি উপড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us