গ্রেফতার বিমানবন্দরে বোমা হামলার মূল অভিযুক্ত

পাটনা বিমানবন্দরে বোমা হামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। সস্তিপুরের এসপি বিনয় তিওয়ারি বলেন,'দ্বারভাঙ্গা ও পাটনা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া সুধাংশু শেখর ওরফে মুকুন্দ নামে ওই যুবককে নগর থানার পাঞ্জাবি কলোনি থেকে গ্রেফতার করা হয়েছে। '

author-image
New Update
air

নিজস্ব সংবাদদাতা: পাটনা(Patna) বিমানবন্দরে(Airport) বোমা হামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ।  সস্তিপুরের এসপি বিনয় তিওয়ারি বলেন,'দ্বারভাঙ্গা ও পাটনা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া সুধাংশু শেখর ওরফে মুকুন্দ নামে ওই যুবককে নগর থানার পাঞ্জাবি কলোনি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অভিযুক্তের মোবাইলও  আটক করেছে। প্রাথমিক তদন্তে, অভিযুক্তকে মানসিক রোগী বলে মনে করা হচ্ছে। ' জানা গেছে, গ্রেফতারের সময় ওই  যুবক মদ্যপ অবস্থায় ছিলেন।