মিলল স্বস্তি! রাজ্যে শুরু হল শিলাবৃষ্টি

আজ ইন্দোরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয় । এরজেরে ইন্দোরে লাগাতার তাপপ্রবাহের পর মঙ্গলবার মিলল স্বস্তি ।

author-image
New Update
rain.jpg

নিজস্ব সংবাদদাতা: লাগাতার গরমের পর মিলল স্বস্তি। মঙ্গলবার মধ্যপ্রদেশের   ইন্দোরে বৃষ্টি পাত এবং শিলাবৃষ্টি হয়।  এই বৃষ্টিপাতের জেরে তাপপ্রবাহের হাত থেকে স্বস্তি পেল বাসিন্দারা।  আগামী ২-৩ দিন ইন্দোরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা।