New Update
/anm-bengali/media/media_files/9lD3TJcJsiYpu9ddW0JQ.jpg)
Macron appeals to China's Xi to 'bring Russia to its senses'
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine) মধ্যে আগ্রাসন নিয়ে বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। বৈঠকের পর ম্যাক্রোঁ জানান, তিনি চীনের (China) প্রেসিডেন্ট শি জিনপিংকে (Xi Jinping) রাশিয়াকে সচেতন করার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্টের ইউক্রেন আক্রমণের ফলে শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলার আগে শি জিনপিং সরকার রাশিয়ার সঙ্গে তাদের 'সীমাহীন বন্ধুত্বের' ঘোষণা করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us