Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2GnZeajSrf2S7aUtEAcm.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ হুগলী লোকসভা কেন্দ্রে চলছে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। এই আবহেই হুগলী লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ধনেখালিতে বুথ পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেই ঘটলো বিপত্তি।
/anm-bengali/media/media_files/lhOCS1JaJLP7XIsc5sXB.jpg)
ধনেখালিতে যাওয়া মাত্রই লকেটকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দিতে থাকে কিছু তৃণমূল কর্মী। এছাড়াও তারা লকেটকে উদ্দেশ্য করে 'জয় বাংলা' স্লোগানও দেয়। এতেই বেজায় চটে যান হুগলী লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
/anm-bengali/media/post_attachments/df998f389614e8c133c4ac354bb79ebec22405d3f25052a7dbae36006ae3cb44.jpg)
তারপরই তিনি ধনেখালির বিধায়ক অসীমা পাত্রকে বলেন, "অসীমা চোর"। পাল্টা অসীমা পাত্র বলেন, "লকেট ডাকাত। ও এখানে গন্ডগোল করতে এসেছে। তৃণমূলের ক্যাম্পে কেন ঢুকছে ও।"
/anm-bengali/media/post_attachments/edaf2a266b3c231c384cade71eefc61ade115231cab5f2809a3d5422f712b11a.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us