New Update
/anm-bengali/media/media_files/ruG7afoyvfr1djqF7YZU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সদ্য ফলপ্রকাশ হয়েছে থাইল্যান্ডের নির্বাচনের। এই নির্বাচনে বিরোধী দল মুভ ফরওয়ার্ড জয়লাভ করেছে। এই জয়লাভের কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে মুভ ফরওয়ার্ড পার্টি জয়লাভের পর থেকেই থাইল্যান্ডে চলছে ভয়াবহ সংঘর্ষ। এই ঘটনার জেরে এখন একটাই প্রশ্ন আদৌ কি মুভ ফরওয়ার্ড পার্টি দেশকে শাসন করতে পারবে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us