ব্রিগেডে আজ লালের সমাবেশ, ৭ জায়গা থেকে আসছে মিছিলের 'ভিড়'

ব্রিগেডের মূল মঞ্চে লেখা, 'যৌবনের ডাকে জনগণের ব্রিগেড।'

author-image
Adrita
New Update
ড

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটের আগে ব্রিগেডে আজ হতে চলেছে DYFI-এর মেগা সমাবেশ। শহরের ৭টি জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিলে আসতে চলেছেন লক্ষ লক্ষ মানুষ। সকলেই আজ ' ইনসাফ যাত্রা ' এর পথে নেমেছেন। আজকে বামেদের প্রতিবাদের মুখ হয়ে উঠবেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই 'লাল' সমাবেশের অংশ হতে উত্তরবঙ্গ থেকে ট্রেনে করে পৌঁছলেন বাম সমর্থকরা। শিয়ালদহ ষ্টেশনে ভিড় জমেছে সমর্থকদের।

অন্যদিকে, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্য়ামবাজার, হাজরা, পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন ও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখী হবে ৭টি মিছিল। সূত্র মারফত জানা গিয়েছে যে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জেলা থেকে আজ ব্রিগেডে আসছেন বাম কর্মী, সমর্থকরা। হাওড়া স্টেশনে নেমে জড়ো হচ্ছেন তাঁরা। এখান থেকে মিছিল করে যাবেন ব্রিগেডে।

s

রবিবার সকালে দুর্গাপুর স্টেশনে বাম কর্মী, সমর্থকদের ভিড়। অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে কলকাতায় রওনা দিয়েছেন তারা। ইনসাফের দাবিতে ২২০০ কিলোমিটার পদযাত্রা করেছেন DYFI-এর নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা।