/anm-bengali/media/media_files/2025/05/08/1000200814-250388.webp)
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সকালে হঠাৎই আতঙ্ক ছড়াল পাকিস্তানের লাহোর শহরে। শহরের ওয়ালটন রোড এলাকায় পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বিস্ফোরণের জেরে আকাশ ঢেকে যায় ঘন ধোঁয়ার চাদরে, ফলে সৃষ্টি হয় প্রবল চাঞ্চল্য।
/anm-bengali/media/media_files/2025/05/08/1000200812-783771.jpg)
স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রকাশিত ভিজ্যুয়াল অনুযায়ী, বিস্ফোরণের পর আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। চারপাশে দৌড়ঝাঁপ শুরু হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন সকালেই সীমান্ত উত্তেজনার কারণে লাহোর ও শিয়ালকোটের একাধিক বিমান রুট সাময়িকভাবে বন্ধ রাখা হয় বাণিজ্যিক ফ্লাইটের জন্য। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম সামা টিভি এই তথ্য নিশ্চিত করেছে।
/anm-bengali/media/media_files/2025/05/08/1000200813-334960.jpg)
সাম্প্রতিক সময়ে পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় এমন বিস্ফোরণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে নিরাপত্তা মহলে। তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
لاہور میں دھماکے کی آوازیں۔۔۔۔🚨🚨
— Omar Malik (@Mr_OmarMalik) May 8, 2025
نصیر آباد کے قریب لوگ گھروں سے باہر نکل آئے۔۔۔۔
pic.twitter.com/1BF8m1ECnT
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us