দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করলেন কুড়মিরা, চলল ভাঙচুরের চেষ্টা

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন যে, 'কুড়মিরা বেশি বাড়াবাড়ি করলে সব ক’টা নেতার কাপড় খুলে নেব।' এরপর থেকে ক্ষোভে ফুঁসছেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা।

author-image
SWETA MITRA
New Update
kurmi dili.jpg



নিজস্ব সংবাদদাতাঃ কুড়মিদের নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যকে ঘিরে সরগরম রাজ্য। এদিকে বিরাট সিদ্ধান্ত নিলেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা। জানা গিয়েছে, আজ বুধবার খড়গপুরে বিজেপি সাংসদের বাড়িতে চড়াও হয়েছেন কুড়মিরা। তাঁর বাড়ির গেট ভাঙার চেষ্টা করেন কুড়মিরা। ইতিমধ্যে দিলীপ ঘোষের বাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন কুড়মিরা। কুড়মিদের দাবি, 'দিলীপ ঘোষকে ক্ষমা চাইতে হবে।' এদিকে ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কুড়মিরা। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন যে, 'কুড়মিরা বেশি বাড়াবাড়ি করলে সব ক’টা নেতার কাপড় খুলে নেব।' এরপর থেকে ক্ষোভে ফুঁসছেন কুড়মি সম্প্রদায়ের মানুষরা।