/anm-bengali/media/media_files/dEeBhGZ37dxzDMbAIwh7.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ভোট পরবর্তী সন্ত্রাস! প্রথমে মারধর। তারপরে গায়ে ঢালা হয় পেট্রোল। তৃতীয় পর্যায়ে জ্বালিয়ে দেওয়া হয়। এভাবেই তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ খেজুরিতে। আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী নরেন মাজি। ঘটনার কথা উল্লেখ করে একটি বীভৎস ছবি ট্যুইট করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। খেজুরি ১ এর ছাতনাবাড়ির টিকাশি অঞ্চলে যেখানে তৃণমূলের জয় হয়েছে ও একটি বুথে মাত্র পরাজিত হয়েছে শাসক দল, সেখানে বিজেপি আশ্রিত গুণ্ডারা এমনই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। গোটা বিষয়টি ব্লক নেতৃত্বরা দেখছেন বলেও জানিয়েছেন কুণাল। ঘটনার প্রেক্ষিতে বুধবার খেজুরি থানায় যাচ্ছে তৃণমূল। তার আগে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তৃণমূল মুখপাত্র।
খেজুরি 1এর ছাতনাবাড়ির টিকাশি অঞ্চলে, যেখানে আমাদের জয়, একটি বুথে হার, সেইখানে বিজেপি গুন্ডারা @AITCofficial কর্মী নরেন মাজিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। চিকিৎসা চলছে। ব্লক নেতৃত্ব দেখছেন। আমরা বুধবার খেজুরি থানায় যাব। তার আগে পুলিশ দোষীদের গ্রেপ্তার করুক। pic.twitter.com/bU80ddghK5
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us