বিমানবন্দরে পৌঁছেছেন কুণাল-ফিরহাদরা,অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সকাল সকাল নিরাপত্তার চাদরে মোড়া কলকাতা। আর হবে নাই বা কেন। আজই বিদেশ রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তাঘাটে কড়া নজরদারি। যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলে ১১ দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সকাল থেকে বিমানবন্দরে আঁটোসাঁটো নিরাপত্তা। লাগেজ সমেত পৌঁছিয়ে গিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিমানবন্দরে ট্রলি সমেত নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি। এখন অপেক্ষা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানবন্দরে পৌঁছনোর। মুখ্যমন্ত্রীর স্পেন সফরে সঙ্গী হচ্ছে একটি প্রতিনিধি দলও।  মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের একজন করে প্রতিনিধি মমতার সফরে সঙ্গী হবেন। এছাড়াও প্রতিনিধি দলে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।  থাকছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। লন্ডন থেকে ফিরেই তিনি যোগ দেবেন । প্রথমে দুবাই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ২-৩ দিন থেকে যাবেন স্পেনের রাজধানী মাদ্রিদে। তারপর ট্রেনে করে যাবেন বার্সেলোনায়। ২৩ সেপ্টেম্বর ফিরবেন দেশে। ফেরার আগে আবার দুবাইতে শিল্প বৈঠক রয়েছে। এছাড়াও বিদেশ সফরে প্রবাসীদের সঙ্গেও দেখা করার কথা মুখ্যমন্ত্রীর। সব মিলিয়ে ১০ দিন অভিভাবকহীন রাজ্য।