চেয়ার ছেড়ে রাজনীতি করুন! বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পাল্টা দিলেন কুণাল

''রাজনীতি করতে হলে চেয়ার ছেড়ে কথা বলুন। অন্যায় করলে শাস্তি হবে। জেলবন্দি অভিযুক্ত। আইন মেনে অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তের ক্ষোভ জানানোর অধিকার লঙ্ঘিত করছেন বিচারপতি।''

author-image
Pallabi Sanyal
New Update
justice ganguly Kunal ghosh

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় - কুণাল ঘোষ

নিজস্ব সংবাদদাতা : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়র নাম মুখে আনতেই পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার বক্তব্য, ''রাজনীতি করতে হলে চেয়ার ছেড়ে কথা বলুন। অন্যায় করলে শাস্তি হবে। জেলবন্দি অভিযুক্ত। আইন মেনে অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্তের ক্ষোভ জানানোর অধিকার লঙ্ঘিত করছেন বিচারপতি।''

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে কুণাল আরো বলেন যে ঠান্ডা মাথায় বাম-কংগ্রেস-বিজেপির হয়ে অভিষেকের চরিত্র হননের চেষ্টা করছেন বিচারপতি। ব্যক্তিগত প্রচারের জন্য আইন বহির্ভূত কাজ করছেন বলেও সুর চড়ান তৃণমূলের মুখপাত্র। বিরোধীদের মধ্যে হিরো হওয়ার চেষ্টা করছেন বলেও বিচারপতিকে নিশানা করেন। বলেন, ''পারলে আদালত অবমাননার মামলা দিন। কোর্টে দাঁড়িয়ে কেস লড়ব।'' অভিষেক ছাড়াও বিচারপতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কেও টার্গেটের অভিযোগ তোলেন কুণাল।