/anm-bengali/media/media_files/u9BqVO8JaJEqAAaNSCIO.webp)
নিজস্ব সংবাদদাতা : কলকাতার আহিরীটোলা ঘাটে মঙ্গলবার সকালে ট্রলি ব্যাগসহ হাতেনাতে গ্রেফতার হন মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষ। তারা ফাল্গুনী ঘোষের পিসিশাশুড়ি সুমিতা ঘোষকে খুন করে তার দেহ ওই ট্রলিতে ভরে লোপাটের চেষ্টা করছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে এবং ঘটনাটির বিস্তারিত তথ্য দিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/01/31/A7wvtH57R5HjzLQSSoF4.jpg)
পুলিশ জানায়, খুনের পর মা-মেয়ে মৃতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিল। সুমিতা ঘোষের অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ টাকা ছিল, যার মধ্যে ২৫ হাজার টাকা তুলে নেয় তারা। এছাড়া, বড় বাজারের একটি সোনার দোকানে গয়না অর্ডার করা হয়েছিল এবং কিছুদিন আগে সুমিতার অ্যাকাউন্টের এটিএম পাসওয়ার্ডও পরিবর্তন করা হয়েছিল।
ঘটনার দিন, মা ও মেয়ে দোলতলা থেকে ট্যাক্সিতে করে কুমারটুলিতে ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন। পেছনের সিটে বসে তারা রান্না খাওয়ার বিষয় নিয়ে কথা বলছিলেন, যা পুলিশের কাছে অনেকটাই সন্দেহজনক মনে হয়েছে।
/anm-bengali/media/media_files/1000066632.webp)
সুমিতা ঘোষের পরিবারের সূত্রে জানা গেছে, ২০০৪ সালে সুদীপ্ত ঘোষের সঙ্গে সুমিতার বিয়ে হয়। তবে এক বছরের মধ্যে সুমিতা তার স্বামীকে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ না রাখার জন্য চাপ দিতে শুরু করেন, যা থেকে তাদের মধ্যে অশান্তি তৈরি হয়। ২০১৭ সালের শেষে তাদের ডিভোর্স হয়ে যায়। প্রাক্তন স্ত্রীর মৃত্যুর খবর শুনে সুদীপ্ত ঘোষ দুঃখ প্রকাশ করলেও, তিনি সুমিতার সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি। এখন পর্যন্ত পুলিশ মামলাটির তদন্ত অব্যাহত রেখেছে এবং মা-মেয়ের বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us