New Update
/anm-bengali/media/media_files/m44mW45hVqxvsakfhgVm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার মোদী ক্যাবিনেটে হঠাতই রদবদল হয়েছে। কিরেণ রিজিজুকে (Kiren Rijiju) আইন ও বিচার মন্ত্রক থেকে সরিয়ে ভূ-বিজ্ঞান মন্ত্রকে স্থানান্তরিত করা হয়েছে। আর এরপরেই কিরেণ রিজিজু তাঁর টুইটার বায়ো পরিবর্তন করেছেন। কেন্দ্রীয় সরকার অর্জুন রাম মেঘওয়ালকে আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্ব দিয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের পর্যালোচনা চলছে এবং মন্ত্রকগুলির কাজের রিপোর্ট চাওয়া হয়েছে। এর পরেই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য মন্ত্রকের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।
Kiren Rijiju changes his Twitter bio as he is shifted to the Ministry of Earth Sciences from the Ministry of Law and Justice pic.twitter.com/2xHA0eDAXq
— ANI (@ANI) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us