/anm-bengali/media/media_files/Ai2o82sDMgbbeXYO43at.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ১ বছর পার করেছে। তবে এখনও ক্রমশই ভয়ংকর হয়ে উঠেছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। প্রত্যেক দিন ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ান বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এবার জানা যাচ্ছে, ইউক্রেনের ইউনাকিভস্কা হ্রোমাডায় হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। সেখানকার একটি কিন্ডারগার্ডেন স্কুলে হামলা চালায় রাশিয়ান বাহিনী। স্কুলটিতে আগুন ধরিয়ে দেয় রাশিয়ান বাহিনী। হামলার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। এছাড়াও এদিন ইউক্রেনের সুমি অঞ্চলের ভেলিকোপিসারভস্কা সম্প্রদায়ের ভূখণ্ডে রাশিয়ান বাহিনীর তরফে ১ টি বিমান হামলা চালানো হয়। বিমান হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই হামলার ফলে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। বিমান হামলার ফলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা নতুন করে হামলা হওয়ার আশঙ্কা করছেন। তবে ইউক্রেনীয় বাহিনী সচেতন রয়েছে। যেকোনো রকম হামলা প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেনীয় বাহিনী। প্রসঙ্গত, বর্তমানে ইউক্রেনের একাধিক অঞ্চলে বিমান সতর্কতা জারি করা হয়েছে। বিমান সতর্কতা জারি রয়েছে নিকোপোল, খারকিভ, দোনেৎস্ক এবং খেরসনের মত শহরগুলিতে। এই শহরগুলির সাধারন মানুষ ব্যাপক চিন্তার মধ্যে রয়েছেন। প্রত্যেককে সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। বিমান হামলা আটকাতে সতর্ক রয়েছে ইউক্রেনীয় বাহিনী। উল্লেখ্য, ইতিমধ্যেই বাখমুত নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ান বাহিনী। তবে বাখমুতের উপকূলে রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়াও যুদ্ধ চলছে বাখমুতের আশেপাশের গ্রামগুলিতেও।