New Update
/anm-bengali/media/media_files/UU7edfSAO8pqZrY3CVs3.jpg)
নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার হয়েছেন ইমরান খান। তবে তার গ্রেফতারের বিষয়টি মেনে নিতে পারছেন না তার সমর্থকরা। ফলে পাকিস্তান জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে সেখানে গুলি চালিয়েছে পুলিশ।
যার ফলে পাকিস্তানে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানে সিভিল ওয়ার শুরু হয়েছে বলে মনে করেছেন অনেকে।
اب تک کی اطلاع کے مطابق 32 لوگوں کو گولیاں مار کر شہید کر دیا گیا ہے۔
— Arslan Baloch (@balochi5252) May 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us