এবার কি থামবে যুদ্ধ ? উঠছে প্রশ্ন

সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সুদানে ফের শান্তি ফিরে এসেছে । এই অবস্থায় বেশ আনন্দিত সুদানের প্রশাসন ।

author-image
Srijita
23 May 2023
এবার কি থামবে যুদ্ধ ? উঠছে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতাঃ সুদানে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির দ্বিতীয় দিন মঙ্গলবার শান্ত অবস্থা বিরাজ করছে। যার ফলে যুদ্ধ থেমে যাওয়ার আশা তৈরি হয়েছে বলে মনে করছে প্রশাসন।  যদিও প্রত্যক্ষদর্শীরা রাজধানীতে কিছু গুলির শব্দ শুনেছেন বলে দাবি করেছে।  উল্লেখ্য এখন একটাই প্রশ্ন  সুদানে কি আদৌ শান্তি ফিরবে ? তবে যুদ্ধবিরতির প্রথমদিনে সুদানের সেনাবাহিনী এবং র‍্যাপিড সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় বলে জানা গেছে।  বর্তমানে সুদান সংঘাত নিয়ে বেশ চিন্তায় পড়েছে গোটা বিশ্ব।