/anm-bengali/media/media_files/YXCAvJVBO6f3XIgbTcu8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কেরালার এক মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় সরগরম রাজ্য। এদিকে কেরালা (Kerala) হাইকোর্ট রাজ্য পুলিশ প্রধানকে বৃহস্পতিবার ১১ ই মে ওই মহিলা ডাক্তারের মৃত্যুর বিষয়ে অনলাইনে হাজির হওয়ার এবং একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, বিষয়টি স্বতঃপ্রণোদিত ভাবে গ্রহণ করার সময় আদালত কেরালা সরকার ও পুলিশের কঠোর সমালোচনা করে। বিচারপতি দেবন রামচন্দ্রন এবং বিচারপতি কাউসার এডাপ্পাগাথের ডিভিশন বেঞ্চ রাজ্যকে জানায় যে, "আপনারা যদি ডাক্তারদের সুরক্ষা দিতে না পারেন তবে হাসপাতালগুলিকে বন্ধ করে দিন।" পুলিশ জানিয়েছে, বন্দনা দাস নামে ২২ বছর বয়সী এক মহিলা চিকিৎসককে বুধবার কোট্টারাক্কারা তালুক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা এক ব্যক্তি ছুরি দিয়ে হত্যা করে। কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কেআইএমএস হাসপাতাল পরিদর্শন করেছেন। ডাঃ বন্দনা দাসের দেহ এই হাসপাতালে রাখা হয়েছে।
Murder of a woman doctor | Kerala High Court directed the State Police Chief to appear online before it and to file a report regarding the death of a woman doctor on Thursday, 11th May.
— ANI (@ANI) May 10, 2023
While taking up the matter as suo moto, Court criticised Kerala govt and police strongly.… pic.twitter.com/EsejgQFFrk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us